একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি (শিক্ষাবর্ষ ২০২৪-২৫)
উপরোক্ত এই ওয়েবসাইটে গেলেই আপনি আবেদন করার প্রসেস পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে প্রতিদিন আবেদনের সাইটটি রক্ষণাবেক্ষণের জন্য রাত্রি দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত বন্ধ থাকে। তাই অবশ্যই আপনাকে দিনের বেলায় আবেদন করতে হবে।
আবেদন করার জন্য আপনার যা যা লাগবেঃ
- প্রথমত এসএসসি পাশের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার।
- এসএসসি পাশের বছর বা সাল।
- একটি সচল এবং আপনার নামীয় ফোন নাম্বার।
- অভিভাবকের ভোটার আইডি কার্ডের নাম্বার (এটি অপশনাল)।
- ১৫০ টাকা কলেজ ফি।
উপরোক্ত তথ্যগুলো দিয়ে অনলাইনে আবেদন করার পর। অনলাইন থেকে একটি আবেদনের কপি পাওয়া যাবে সেই কপি A4 কাগজে প্রিন্ট দিয়ে আপনাকে কলেজে জমা দিতে হবে। আর অবশ্যই ১১ জুন রাত্রি ১২টার আগেই আবেদন করতে হবে তা নাহলে সার্ভার বন্ধ হয়ে যাবে।